ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

উত্তরসূরির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০২:৫৩ পিএম

উত্তরসূরির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এই প্রশ্ন যখন জনমনে তখন এর  সমাধানটা নিজেই দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। জানিয়েছেন তার মৃত্যু হলে বা পদ ছাড়লে কে হবেন তার উত্তরসূরি।

প্রেসিডেন্ট আব্বাস তার উত্তরসূরি হিসেবে একজন অস্থায়ী বা অন্তর্বর্তীকালীনকে তিন মাসের জন্য প্রেসিডেন্টের চেয়ারে বসার কথা জানিয়েছেন। তার মতে, তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান। যার দায়িত্বে এখন রয়েছেন রাউহি ফাতুহ (৭৫)।

বুধবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। যেখানে সরাসরি রাউহি ফাতুহর নাম না জানিয়ে জাতীয় কাউন্সিলরের চেয়ারম্যানকে প্রেসিডেন্টের চেয়ারে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর কথা বলেছেন তিনি। যার দায়িত্ব হবে তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া।

আরবি/জেআই

Link copied!