ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গাজাজুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ৩৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৯:৩৮ এএম

গাজাজুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ৩৬

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি ভয়াবহ হামলায় অন্তত ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০২ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫০২ জনে পৌঁছেছে বলে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দখলদারদের হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৪৫৪ ফিলিস্তিনি আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত  গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

আরবি/জেআই

Link copied!