ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আফগানিস্তানে দাড়ি না রাখায় ২৮০ সেনা চাকরিচ্যুত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১০:১৩ এএম

আফগানিস্তানে দাড়ি না রাখায় ২৮০ সেনা চাকরিচ্যুত

ছবি: সংগৃহীত

দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর ২৮০ জনেরও বেশি সদস্যকে বরখাস্ত করেছে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয়।  মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে আফগানিস্তানে অনৈতিক কাজের জন্য ১৩ হাজারের বেশি মানুষকে আটক করে তালেবান সরকার। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, তবে আটককৃতদের প্রায় অর্ধেককে ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।

দেশটির পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস জানান, গত বছর, কর্মকর্তারা ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছে। পাশাপাশি হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অশ্লীল সিনেমা বিক্রি করতে বাধা দিয়েছে।

আরবি/জেআই

Link copied!