ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত তিন চিকিৎসকসহ ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটির কামাল আদওয়ান হাসপাতালের কাছে এ হামলায় তিনজন চিকিৎসকও নিহত হয়েছেন। খবর আনাদোলু
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে জানান, বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে তিনজন চিকিৎসকসহ মোট ৫০ জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন আহমেদ সামুর, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাব টেকনিশিয়ান এবং ফারেস নামক এক ব্যক্তি, যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে।
এছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার কারণে গাজায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট তৈরি হওয়ায় গাজা বর্তমানে খাদ্য নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছে। ৬০ শতাংশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইতোমধ্যেই ইসরায়েল আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।