ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মক্কা-মদিনায় ভয়াবহ বন্যা, রেড অ্যালার্ট

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:০০ এএম
ছবি, সংগৃহীত

সৌদি আরবে টানা ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা শুরু হয়েছে মক্কা ও মদিনায়। আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি রাজধানী রিয়াদসহ পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, দেশটির বেশ কিছু এলাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এনসিএমের কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকতে এবং সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

সৌদির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানায়, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এক বিবৃতিতে জনগণকে নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন স্থান এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং অনেক ভবনের একতলা পানির নিচে ডুবে গেছে।