ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রুশ বিমান হামলায় ইউক্রেনে নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০১:০৩ পিএম

রুশ বিমান হামলায় ইউক্রেনে নিহত ৩

ছবি, সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে রাশিয়ার এক বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং  ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানাগেছে। এই হামলায় শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি জানিয়েছেন, রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে লিভিভে নিহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে ছিল। আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

লিভিভ শহরের মেয়র অ্যান্ড্রি সাদোভিই বলেছেন, নিহতদের মধ্যে আরেকজন নার্স ও একজন পুরুষ রয়েছে। এ ছাড়া ৩৫ জন মানুষ চিকিৎসা গ্রহণ করেছেন। এর আগে ইউক্রেনের পোলটাভায় একটি মিলিটারি ইনস্টিটিউটে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ৫০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এই বছরের সবচেয়ে ভয়াবহ হামলার পরের দিনই আবার বুধবার (৪ সেপ্টেম্বর) লিভিভে এই হামলা হলো।

গত ২ সেপ্টেম্বর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ বিধ্বস্ত হওয়া ছাড়াও দুজন মানুষ আহত হন। সূত্র, রয়টার্সের।

আরবি/এস

Link copied!