শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে চীনের তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
এই ভূমিকম্পের প্রভাব তিব্বত ছাড়াও পড়েছে বাংলাদেশ, নেপাল, ভারত এবং ভুটানে। দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে ছিল।
এদিকে, নেপালে ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়। তবে সেখানকার ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছিল এবং প্রায় ৫০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছিল।
আপনার মতামত লিখুন :