ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

ছবি: সংগৃহীত

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিলেও এবার যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিরুদ্ধে লড়াই করতে পাশে থাকার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অন্তত ১৩ জন। 

আরবি/জেআই

Link copied!