রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৮:৩৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযান, নিহত ২৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৮:৩৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযান, নিহত ২৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযানটি পরিচালনা করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালাচ্ছিল।

এছাড়া, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি ও উন্নয়ন বিরোধী কার্যক্রম চালানোর পরিকল্পনা করা যেকোনো দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের আস্তানাটি গোপনে ঘেরাও করে অভিযান চালায়, যার ফলে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। এই গোলাগুলির পর ২৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ করে আসছে। তারা স্বাধীন বেলুচিস্তানের দাবিতে পাকিস্তানের আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করছে। বেলুচিস্তানে সোনা, তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বসম্পন্ন গোয়াদর বন্দর রয়েছে, যেখানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

আরবি/এফআই

Link copied!