ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকাতে আজান!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৪৭ পিএম

ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকাতে আজান!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়েছে ভয়াবহ দাবানল। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেড, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুন নেভাতে আজান দেওয়া হয়েছে, এরকম একটি ভিডিও ভাইরাল করা হয়।

খালেদ আহমেদ শাহিন নামের একজনের ফেসবুক আইডি থেকে ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লজ এঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ! তখনই হুজুরদের দিয়ে আজানের মাধ্যমে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য মিনতি করছে।’

মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেন। অনেকে শেয়ার করেন। কেউ কেউ মন্তব্য করেন।

প্রচারিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আগুন নেভাতে আজান দেওয়া হয়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি অন্তত প্রায় ২ বছরের পুরোনো।

অন্তত ২০২২ সাল থেকেই ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আগুন নেভাতে আজান দেওয়ার ঘটনা ঘটেনি। 

আরবি/এস

Link copied!