শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বেতন বাড়ল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের
গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলাকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইউন। বাড়িটি চারদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার নিরাপত্তার জন্য বাইরে সশস্ত্র বাহিনীর একটি ছোট দল উপস্থিত ছিল।
আরও পড়ুন: অভিশংসিত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয় এবং ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে।
সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :