ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার নেতৃত্বে এই ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পেরেছে ইসরায়েল ও হামাস।
বুধবার (১৫ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “গত নির্বাচনে আমার জয় বিশ্বকে এটি বুঝিয়েছে যে আমার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং আমেরিকানদের ও আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরে আসতে পারবে।”
তিনি তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, “স্টিভ এবং জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে। তার দল শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজ করবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য একটি মহান অর্জনের সূচনা।”
উল্লেখ্য, গাজায় ১৫ মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। বিবিসি সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।
আপনার মতামত লিখুন :