সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। খবর আলজাজিরার।
বিবৃতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।
এতে আরও বলা হয়, আল-বুরহানের নেতৃত্বে এসএএফ বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক আক্রমণ করেছেন। যার মধ্যে রয়েছে স্কুল, বাজার ও হাসপাতালসহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলা করা। বুরহানের বাহিনী নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে মানবিক অধিকার নষ্ট করেছেন। তারা যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী।
এসএএফের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েক দিন পরেই বুরহানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন।
আপনার মতামত লিখুন :