পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সম্প্রতি বাংলাদেশে গিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি এসব কথা বলেন। প্রশ্নের জবাবে রণধীর জয়সয়াল আরও যোগ করেন, ‘এটাই আমাদের মনোভাব। বারবার তা জানানো হয়েছে। এই মনোভাব ইতিবাচক এবং এটাই বহাল থাকবে।’
ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দিল্লি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এ মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া দেয়ার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছি।
আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
রণধীর জয়সওয়াল এ সময় মনে করিয়ে দেন, ভারত চায়, এই বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল, তা কার্যকর করা হোক। সীমান্ত অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক, এটাই ভারত আশা করছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :