ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
যুদ্ধবিরতি

রোববার মুক্তি পাচ্ছে ৯৫ ফিলিস্তিনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৩৭ এএম

রোববার মুক্তি পাচ্ছে ৯৫ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে এবং এই পরিকল্পনা আগামী রোববার থেকে কার্যকর হবে।

ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার থেকে ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। এই বন্দিরা গাজার বিভিন্ন কারাগারে আটক ছিলেন। তাদের মুক্তির বিনিময়ে ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। সবচেয়ে কম বয়সী বন্দির বয়স ১৬ বছর।

প্রসঙ্গত, গত বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানান, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে হামাস এবং ইসরায়েল।

আরবি/এফআই

Link copied!