ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি কার্যকর আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১০:১৬ এএম

গাজায় যুদ্ধবিরতি কার্যকর আজ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। রোববার (১৯ জানুয়ারি) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে।

এই সংঘাতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে।

কাতারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এতে আরও মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র ও মিসর।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হবে রোববার (১৯ জানুয়ারি), স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে।

এর আগে, গতকাল ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়।

আরবি/এফআই

Link copied!