ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতি শুরুর আগেই রাফাহ থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১১:৫২ এএম

যুদ্ধবিরতি শুরুর আগেই রাফাহ থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর আজ (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। স্থানীয় সময় সাড়ে ৮টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে। এরই মধ্যে, ইসরায়েল দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে সেনা সরাতে শুরু করেছে।

গত বুধবার (১৫ জানুয়ারি) ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যার মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র, মিশর, ও কাতার। চুক্তিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে এবং এই বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই রাফাহ শহর থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের যানবাহন ও সামরিক সরঞ্জাম মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তের ফিলাডেলফি করিডোরে ফিরতে দেখা গেছে।

এদিকে, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে, যাতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যদি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়, তবে গাজায় আবারও হামলা চালানো হবে। তিনি বলেন, “দ্বিতীয় পর্যায়ের আলোচনা যদি নিষ্ফল হয়, ইসরায়েল যুদ্ধে ফিরে যাবে।”

কাতারের মধ্যস্থতায় প্রথম ধাপের বন্দী বিনিময়ের পর ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে, যেখানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

আরবি/এফআই

Link copied!