ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

তিন জিম্মিকে ইসরায়েলি সৈন্যদের কাছে হস্তান্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১০:৪০ পিএম

তিন জিম্মিকে ইসরায়েলি সৈন্যদের কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত

মুক্তি পাওয়া তিন জিম্মিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থেকে মুক্তি পাওয়া তিনি বন্দি হলেন- রোমি গোনেন, এমিলি দামারি এবং দরোন স্ট্রেইব্রেচার।

প্রাথমিক চিকিৎসার জন্য তাদের গাজা থেকে সীমান্ত এলাকায় নেয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, রেড ক্রস তিন জিম্মিকে এলিট বাহিনীর কাছে হস্তান্তর করেছে।

এই তিন জিম্মি ৪৭১ দিন পর ইসরায়েলি ফিরেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকেও তিন জন জিম্মিকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল সরকার এই তিন প্রত্যাবর্তনকারীকে আন্তরিকভাবে গ্রহণ করছে। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ইসরায়েল সরকার সব বন্দি এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

গত বুধবার (১৫ জানুয়ারি) হামাস ও ইসরায়েলের মধ্যে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হয়। যা আজ রোববার কার্যকর হয়েছে।

এদিকে যুদ্ধবিরিত কার্যকর হওয়ার পর বাধভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছে ফিলিস্তিনিরা। তারা দলে দলে নিজেদের ভূখণ্ডে ফিরতে শুরু করেছে।

সূত্র: এএফপি, রয়টার্স, আলজাজিরা।

আরবি/এইচএম

Link copied!