ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের সোনালী দিন শুরু: ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৮:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের সোনালী দিন শুরু: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার ইতিহাসে রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে প্রত্যাবর্তন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। 

স্থানীয় সময় দুপুর বারোটায় ক্যাপিটল হিলে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়েই আমেরিকাকে আবারও গ্রেইট করার প্রতিশ্রুতি দিয়েছেন নয়া প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসী তাড়ানোসহ একগুচ্ছ নতুন কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন।

আনুষ্ঠানিকভাবে আবারও মার্কিন মুল্লুকের মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি। 

৮ বছরের ব্যবধানে আবারও ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে তাকে শপথ বাক্য পাঠ করালেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এসময় তোপধ্বনির মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। বেজে ওঠে জাতীয় সংগীত।

তার শপথের মধ্য দিয়ে আমেরিকায় সোনালী দিনের শুরু হলো বলে জানিয়েছেন ট্রাম্প। শপথের পর দেয়া ভাষণে আমেরিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুর্ণব্যক্ত করেন তিনি।

জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব আমেরিকানদের জন্য আজ স্বাধীনতা দিবস। অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, মার্কিনীদের নিরাপত্তা সবার আগে। 

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। নিজ দেশের অর্থনীতি শক্তিশালী করতে বহিরাগত দেশের পণ্যে শুল্ক বাড়ানোর কথা জানিয়ে সমালোচনা করেছেন বাইডেন প্রশাসনের।

এর আগে আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। তাকেও শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস।

ঐতিহাসিক এই আয়োজনে আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের অন্তত চার হাজার অতিথি উপস্থিত ছিলেন। সাবেক বেশ কয়েকজন প্রেসিডেন্টসহ ছিলেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গসহ আরও বেশ কয়েকজন।

শপথ নেয়ার আগে প্রথা মেনে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এসময় করমর্দন করে ট্রাম্পকে "ওয়েলকাম হোম" বলে স্বাগত জানান বাইডেন।

রূপালী বাংলাদেশ

Link copied!