এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে বক্তৃতার সময় নাৎসি স্যালুটের মতো অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি।
আল-জাজিরা জানায়, সোমবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণ দেন মাস্ক। সেখানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট পদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের অভিষিক্ত হওয়াকে ‘কোনো সাধারণ ঘটনা নয়’ বলে অভিহিত করেন তিনি। ওয়াশিংটনের ক্যাপিটাল অ্যারেনায় দেওয়া এ বক্তব্যে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ঘটনাকে ‘মানব সভ্যতার জন্য নতুন এক মোড়’ বলেন তিনি।
এসময় তিনি ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের ধন্যবাদ এটাকে সত্য করে তোলার জন্য। ’ এরপরেই মাস্ক তার ডান হাত বুকে রাখেন এবং পরমুহূর্তে কোনাকুনিভাবে তার হাতের তালু নিচের দেখে রেখে এক বিশেষ ভঙ্গিমা করেন। ঘটনা এখানেই শেষ নয়, ট্রাম্প প্রশাসনের তথাকথিত গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক এরপর সামনে জড়ো হওয়া ট্রাম্প সমর্থকদের দিকে পেছন ফিরে দাঁড়ান এবং পুনরায় একই রকম ভঙ্গিমা করেন।
ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক ওয়েন জোনস এক্সে করা এক পোস্টে বলেন, ‘সত্যি কথা বলতে এ ভঙ্গিমা একেবারেই নাৎসি স্যালুটের মতোই। ’
মাস্কের এমন ভঙ্গিমা ইসরায়েলি মিডিয়ারও দৃষ্টি কেড়েছে। ইসরায়েলের অন্যতম পত্রিকা হারেৎজ এটিকে অভিহিত করেছে রোমান স্যালুট হিসেবে, যেটি ফ্যাসিস্ট স্যালুট হিসেবে বিবেচিত এবং যেটিকে সাধারণত নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করা হয়ে থাকে।
‘নাৎসি স্যালুট নয়’
এমন বিতর্কে অনেকেই আবার ইলন মাস্কের পাশে দাঁড়িয়েছেন। এন্টি ডিফ্যামেশন লিগ (এডিএল) নামের একটি সংগঠন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, আবেগের বশীভূত হয়ে একটু অন্যরকম ভঙ্গিমা করেছেন তিনি। এটা নাৎসি স্যালুট নয়। এটা নিয়ে এত হইচই না করে সবাইকে একটু নিঃশ্বাস ফেলার জায়গা দেওয়া উচিত। এটা একটা নতুন শুরু। সামনের দিনগুলোকে সবাইকে একত্রিত হতে হবে।
আল-জাজিরা তাৎক্ষণিকভাবে ইলন মাস্কের উকিল এবং তার কয়েকটি প্রতিষ্ঠানে যোগাযোগের চেষ্টা করে কোনো মন্তব্য পায়নি।
জুলাইতে ট্রাম্প কোনোভাবে বেঁচে ফেরার পর থেকেই ইলন মাস্ক তার সমর্থনে কাজ করে যাচ্ছেন। এর আগে এই বিলিয়নিয়ার এলিস উইন্ডেল নামের জার্মানির চরম ডানপন্থী এক নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টকশো করেন। এসময় ফেব্রুয়ারিতে জার্মানির আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার কথাও জানান মাস্ক।
স্যালুট বিতর্কে মাস্কের সমালোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম।
আপনার মতামত লিখুন :