ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০১:০৩ পিএম

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানছবি: আইএসপিআর

বাংলাদেশের ছয় সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে। ১৩ থেকে ১৮ জানুয়ারি প্রতিনিধিদলটি পাকিস্তান অবস্থান করে।

সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধিদল ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে।

এসময় প্রতিনিধিদলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

এ সফরে দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!