ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

হাজার হাজার অবৈধ অভিবাসী ফেরত আনছে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১০:৪৬ এএম

হাজার হাজার অবৈধ অভিবাসী ফেরত আনছে ভারত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

১৮ হাজার ভারতীয়র হিসাব সম্পর্কে ব্লুমবার্গকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এর আগের বছর নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)  ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে।

ব্লুমবার্গের দাবি, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার জন্য দিল্লির ওপর ওয়াশিংটন কোনো বিধি-নিষেধ আরোপ করবে না -এমন বার্তা দেওয়ার জন্য দিল্লি এমনটা করেছে। 


বিভিন্ন সূত্র থেকে সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় নিশ্চিত করবে ভারত। দুই দেশের মধ্যে এ নিয়ে গোপনীয়তা রক্ষা করে আলোচনা হচ্ছে বলে কোনো সূত্রই নিজেদের নাম প্রকাশ করেনি।

তবে এসব সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা ১৮ হাজারের চেয়ে অনেক বেশি হতে পারে। তবে কতজন ভারতীয় বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রের বসবাস করছেন তা এখনো নিশ্চিত নয়।  

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত এসব অবৈধ অভিবাসীদের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাতের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!