এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়ে বসলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হন তাহলে মস্কোর বিরুদ্ধে উচ্চ শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সম্প্রতি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আরও বলেন, যুদ্ধ নিরসনে চাপ দিয়ে পুতিন এবং তার দেশকে বড় ধরনের ‘অনুগ্রহ’ করা হচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র একদিন সময় নেবেন ট্রাম্প। সে প্রতিশ্রুতি রক্ষা দ্রুতই তৎপরতা শুরু করেছে তার প্রশাসন।
পোস্টে রুশ জনগণের প্রতি ভালোবাসা জানান ট্রাম্প। এছাড়া পুতিনের সঙ্গে ভালো সম্পর্কের কথাও উল্লেখ করতে ভোলেননি ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বলেন দু পক্ষকেই।
ট্রাম্প বলেন, আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়। এখনই চুক্তি হওয়া প্রয়োজন।
এদিকে পুতিন বারংবার উল্লেখ করেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তিনি রাশিয়ার ভূখণ্ড ও সার্বভৌমত্বের কথা বিবেচনায় রাখতে হবে বলে উল্লেখ করেন। পুতিন ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূমির দিকে ইঙ্গিত করেছেন। এছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন পুতিন।
অন্যদিকে নিজেদের ভূখণ্ডের এক চুলও ছাড়তে নারাজ কিয়েভ। তবে বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের চাপে এ বিষয়ে কিছুটা ছাড় দিতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট।
ট্রাম্পের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পররাষ্ট্রনীতি শক্তিশালী করে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অঙ্গীকার আমেরিকার নেতৃত্বকে বলিষ্ঠ করবে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে অবদান রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা আবার একসঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে আরও উঁচুতে নিয়ে যাব।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয় বলে আমি মনে করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুদেশই উপকার পাবে এবং বিশ্বের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা হবে।
আপনার মতামত লিখুন :