ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

পাকিস্তান থেকে বলিউড শিল্পীদের হত্যার হুমকি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১২:৩৮ পিএম

পাকিস্তান থেকে বলিউড শিল্পীদের হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে বলিউডের অন্তত চার সেলেব্রেটিকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া এসব শিল্পীরা হলেন, কমেডিয়ান  কপিল শর্মা, অভিনেতা-গায়িকা সুগন্ধা মিশরা, কোরিওগ্রাফার রেমো ডিসুজা এবং আরেক অভিনেতা রাজপাল যাদব।

মুম্বাইতে এ নিয়ে একটি মামলা করা হয়েছে। পুলিশ এ নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হত্যার হুমকি সম্বলিত ইমেইলে কী ছিল:

কপিল শর্মাকে হত্যার হুমকি সম্বলিত ওই মেইলে  তার সকল কাজকর্ম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বলা হয়। মেইলে আরও লেখা ছিল, এই বার্তাকে জনপ্রিয়তার জন্য করা কোনো স্টান্ট ভাববেন না। আমরা অনুরোধ করব এ বার্তাকে খুবই সতর্কতার সঙ্গে নেওয়ার জন্য। মেইলটির নিচে বিষ্ণু নামের একটি স্বাক্ষর ছিল।

২০২৪ সালের ডিসেম্বরের ১৪ তারিখে একটি ই-মেইল পান রাজপাল যাদব। সেখানে বিষ্ণু নামের এক ব্যক্তি কপিল শর্মাকে এবং তার দলকে হত্যার হুমকি দেন।  তারা সালমান খানের স্পন্সরে কপিলের অনুষ্ঠান করাকে তারা এ হুমকির কারণ হিসাবে দেখান। এই ঘটনায় যাদবের স্ত্রী রাধা রাজপাল যাদব আম্বলি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন।  

ভারতের আইন অনুযায়ী ৩৫১ (৩) ধারায় ক্ষতিসাধনের হুমকির ঘটনায় মুম্বাইয়ের আম্বলি থানায় এ অভিযোগ দায়ের করা হয়। কপিল শর্মা এবং তার দলকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আম্বলি পুলিশ সম্প্রতি ইমেইলগুলোর আইপি এড্রেস বের করতে সক্ষম হয়েছে। তারা জানতে পেরেছে পাকিস্তান থেকে এসব মেইল পাঠানো হয়েছে। এ বিষয়ে তারা পাকিস্তান সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছে।

কপিল শর্মা ও রাজপাল যাদব

কপিল শর্মা তার রসবোধের জন্য বিখ্যাত। তিনি ভারতীয় মিডিয়া জগতে খুবই জনপ্রিয় একজন শিল্পী। গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ৩ এর বিজয়ী হওয়ার পর থেকে তার এই জনপ্রিয়তার শুরু।  

অন্যদিকে রাজপাল যাদব একজন বিখ্যাত অভিনেতা। তিনি বলিউডের অজস্র সিনেমায় অভিনয় করেছেন। 

এসজে

Link copied!