সাইফ আলী খানের উপর ছুরি হামলার ঘটনা ভুয়া ও বানোয়াট বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের বন্দর বিষয়ক মন্ত্রী নিতেশ রানে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা ৫৪ বছর বয়সী সাইফ আলী খানের শরীরে ছুরির ছয়টি ক্ষতের কথা উল্লেখ করলেও তা মানতে রাজি নন এ বিজেপি নেতা।
তিনি আরও বলেন, নাচতে নাচতে হাসপাতাল থেকে বের হয়েছেন সাইফ। আমার তো সন্দেহ হয় তার উপর আসলেই ছুরি হামলা হয়েছিল কিনা। সে হয়ত অভিনয় করছিল।
বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেখুন মুম্বাইতে বাংলাদেশিরা কী করছে। তারা আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত, এখন মানুষের বাসায় ঢোকা শুরু করেছে। এবার সাইফ আলী খানের বাসায় ঢুকেছে। হয়ত তারা তাকে তুলে নিতেই এসেছিল। অবশ্য... আবর্জনা তুলে নেওয়াই ভালো।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, যখন সে হাসপাতাল থেকে বের হয় তখনই তাকে আমি দেখেছি। আমার সন্দেহ হচ্ছে তাকে আসলেই ছুরি মারা হয়েছিল কিনা। সে তো হাঁটার সময় নাচছিল।
এরপর রানে এনসিপি নেতাদেরও একহাত নেন। জিতেন্দ্র আওহাদ এবং সুপ্রিয়া সুলেকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা শুধু খানদের (যেমন সাইফ আলি খান বা শাহরুখ খানের) ব্যাপারে দুশ্চিন্তা প্রদর্শন করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ী। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত আড়াইটার দিকে জখম সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায় তার ছেলেরা।
আপনার মতামত লিখুন :