ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশি নন সাইফের ওপর হামলাকারী?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩২ পিএম

বাংলাদেশি নন সাইফের ওপর হামলাকারী?

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেফতার করেছে সে বাংলাদেশি কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহের দানা বেঁধেছে। খবর বিবিসির। 

রোববার ভোরে মুম্বাইয়ের কাছে থানের একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ওই ব্যক্তিকে আটক করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানায়, আটককৃত ব্যক্তি একজন ‍‍`অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী‍‍`  

কিন্তু পরে তাকে আদালতে পেশ করা হলে যে দু‍‍`জন আইনজীবী তার হয়ে প্রশ্ন করেছেন তারা দু‍‍`জনেই দাবি করেছেন ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আইনজীবী সন্দীপ শেরখানে বলেছেন, আমার ক্লায়েন্ট যে বাংলাদেশি নাগরিক, পুলিশ তার কোনও প্রমাণই দেখাতে পারেনি।

তিনি আরও দাবি করেন, শরিফুল ইসলাম বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সঙ্গেই বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন – এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আটক শরিফুল ইসলামের অপর আইনজীবী দীনেশ প্রজাপতিও জানান, ওই ব্যক্তির কাছ থেকে এমন কোনও নথি পুলিশ উদ্ধার করতে পারেনি যার ভিত্তিতে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায়।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের ঝালকাঠি জেলায় ইস্যু করা একটি ‍‍`বার্থ সার্টিফিকেট‍‍` বা জন্ম পরিচয়পত্র পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তি ঝালকাঠির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে মুম্বাই পুলিশ সেই কথিত বার্থ সার্টিফিকেট এখনও প্রকাশ্যে আনেনি বা আদালতেও পেশ করেনি।

অথচ সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালানো ও তাকে ছুরিকাহত করার জন্য বিভিন্ন ধারায় অভিযোগ আনার পাশাপাশি অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে ইতিমধ্যেই শরিফুল ইসলামের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট অ্যাক্টে চার্জ আনা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে মুম্বাইয়ের সাংবাদিকরা অনেকেই বলছেন, অভিযুক্ত ব্যক্তি সত্যি সাইফ আলি খানের বাড়িতে ঢুকে একা ওই দুঃসাহসিক হামলা চালিয়ে থাকে – তাহলে সে মাত্র কয়েক মাস আগে প্রথমবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এটা বিশ্বাস করা বেশ কঠিন!

বিবিসি জানায়, মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ সত্যিই বাংলাদেশি কি না, তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অথচ ওই অভিযুক্ত হামলাকারীকে ‍‍`বাংলাদেশি‍‍` বলেই ভারতীয় মিডিয়াতে ঢালাওভাবে বর্ণনা করা হচ্ছে।

আরবি/এসজে

Link copied!