ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

এলএনজি নিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বড় চুক্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:৪৭ এএম

এলএনজি নিয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বড় চুক্তি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫০ লাখ টন এলএনজি সরবরাহ করবে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতায় আসার পর ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্রে জ্বালানি অনুসন্ধান বৃদ্ধি করবেন।

আর্জেন্ট এলএনজির প্রকল্পটি লুইজিয়ানায় ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এ্যানাম (এমটিপিএ) অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি যেসব দেশগুলোর সঙ্গে নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত রেখেছিল। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এ স্থগিতাদেশ বাতিল করেন, কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান।

বর্তমানে যুক্তরাষ্ট্র এলএনজির সবচেয়ে বড় সরবরাহকারী দেশ এবং ২০২৮ সালের মধ্যে এ সরবরাহের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে তাদের।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধু আমাদের বর্ধমান শিল্পের গ্যাস সরবরাহ নিশ্চিত করবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্কও শক্তিশালী করবে।

বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদার সমাধান খুঁজতে এলএনজির দিকে ঝুঁকছিল, তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ঢাকা আবারও কম দামি কয়লার দিকে মনোযোগ দেয়।

আরবি/এফআই

Link copied!