ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

মারাত্মক বায়ুদূষণে ব্যাংককের ৩৫২ স্কুল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ১১:২৯ এএম

মারাত্মক বায়ুদূষণে ব্যাংককের ৩৫২ স্কুল বন্ধ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারাত্মক বায়ুদূষণের কারণে ৩৫০টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ব্যাংকক নগর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের দিক থেকে ব্যাংকক বর্তমানে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে।

গত কয়েক বছর ধরেই ব্যাংককসহ থাইল্যান্ডের অন্যান্য শহরগুলোতে বায়ুদূষণ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। এ বছর এটি সবচেয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ। এ কারণে নগর কর্তৃপক্ষ ৩৫২টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, গত বৃহস্পতিবার ২৫০টি স্কুল বন্ধের ঘোষণা দেওয়ার পর, শুক্রবার আরও বেশি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতি মোকাবেলায় নগর কর্তৃপক্ষ কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে এবং ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বায়ুদূষণের কারণ হিসেবে আবহাওয়াবিদরা শুষ্ক শীতকালীন ঝড়, কৃষি কাজের জন্য খড় পোড়ানো এবং যানবাহনের ধোঁয়ার মিশ্রণকে দায়ী করছেন। এ পরিস্থিতি থেকে বাঁচতে, গতকাল থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ানল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে রয়েছেন এবং সেখান থেকে তিনি বায়ুদূষণ মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরবি/এফআই

Link copied!