ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

দুর্ঘটনার কবলে বিমান: জরুরি অবতরণ করলেও আহত ৬, বেঁচে যান ২৪৫ যাত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:৫১ পিএম

দুর্ঘটনার কবলে বিমান: জরুরি অবতরণ করলেও আহত ৬, বেঁচে যান ২৪৫ যাত্রী

ছবি: সংগৃহীত

‍‍`প্রযুক্তিগত ত্রুটির‍‍` কারণে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করলেও একপর্যায়ে ‍‍`প্রযুক্তিগত ত্রুটির‍‍` কারণে পাইলট ফ্লাইটটিকে নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। বিমানে ২৪৫ যাত্রী, আটজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং তিনজন পাইলট ছিলেন। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ভয়াবহ সেই ঘটনার পরবর্তী পরিস্থিতি দেখা গেছে। মুহূর্তের মধ্যে বিমানের ভেতরে বিশৃঙ্খল দৃশ্য ফুটে ওঠে। আসবাবপত্র, খাবার এবং ব্যাগ-লাগেজ আইলে (মাঝের হাঁটার পথ) ছড়িয়ে ছিটিয়ে ছিল। যা ফ্লাইট ইউএ-৬১৩ এর জরুরি অবতরণের সময় সৃষ্ট বিশৃঙ্খলাকে তুলে ধরে। যাত্রীরা বিমানের অবতরণের আগে ঘটে যাওয়া ভীতিকর মুহূর্তগুলো বর্ণনা করেছেন।

এক যাত্রী জানান, আমাদের খাবার পরিবেশন শেষ করার পরই বিমানের ভেতরে চাপ কমে যায় এবং এটি নিচে নামতে শুরু করে। আমরা তীক্ষ্ণভাবে নিচে নামার বিষয়টি অনুভব করেছিলাম। তীব্র ধাক্কার কারণে আমার মাথা ছাদের সঙ্গে বাড়ি খায়। এই তীব্র পতন তিনবার ঘটেছিল, যার ফলে অনেকেই আঘাত পান। ফেডারেল এয়ারপোর্ট অথরিটি অব নাইজেরিয়া (ফান) একটি অফিসিয়াল বিবৃতিতে ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছে। বিমানে ২৪৫ যাত্রী এবং ১১ ক্রু সদস্য ছিলেন। যদিও সবাই নিরাপদে নেমে এসেছেন, তবে চারজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন এবং ২৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য সামান্য আঘাত পেয়েছেন। ফান-এর উদ্ধারকারী দল দ্রুত সাড়া দেয় এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করে,‍‍` বিবৃতিতে বলা হয়।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে, যেখানে জরুরি সেবা দলগুলো তাৎক্ষণিক সহায়তার জন্য প্রস্তুত ছিল। যারা গুরুতর আহত হয়েছেন তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর অন্য যাত্রীদের বিমানবন্দরে সেবা ও সহায়তা দেয়া হয়।

এই ঘটনায় বিমানের চাপ কমে যাওয়া এবং দ্রুত নিচে নামার পেছনে যে প্রযুক্তিগত সমস্যা কাজ করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে ইউকেএনআইপি। যদিও নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি, ইউনাইটেড এয়ারলাইন্স স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে, ঘটনার কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরবি/জেআই

Link copied!