ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
অভিবাসীবোঝাই জাহাজ গ্রহণে সম্মতি

ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার নতি স্বীকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১০:৫৯ এএম

ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার নতি স্বীকার

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বাণিজ্য যুদ্ধ থেকে ফিরে এলো কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউজ থেকে জানানো হয় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ নামার ব্যাপারে সম্মতি জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। অভিবাসীবোঝাই সামরিক উড়োজাহজ না নামতে দেওয়ার কারণেই তিনি এমন হুমকি দিয়ে বসেন। ট্রাম্পের অভিবাসীদের ফেরত পাঠানোর মিশন শুরুতেই এমন ঘটনার জন্ম হলো।

প্রথমে হুমকি দিলেও পরে রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, কলম্বিয়া অভিবাসীদের গ্রহণে সম্মত হওয়ায় ওয়াশিংটন তাদের হুঁশিয়ারি অনুযায়ী কোনো শুল্ক আরোপ করবে না।

এর আগে ট্রাম্প জানান, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে। এর পাশাপাশি কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

তিনি আরও বলেন, এই ব্যবস্থা কেবল শুরু মাত্র। আমরা কলম্বিয়াকে তাদের দায়িত্ব পালন করতে বাধ্য করবো।

এদিকে, কলম্বিয়াও এর প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সম্মানজনক আচরণ বজায় রাখার ওপর জোর দিয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট পেত্রো বলেছেন, তাদের নাগরিকদের বেসামরিক প্লেনে ফিরিয়ে আনা হবে এবং প্রয়োজনে নিজের প্লেন ব্যবহারেরও প্রস্তাব দেন।

তিনি আরও দাবি করেছেন, কলম্বিয়ায় বর্তমানে ১৫,৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি, অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে ও নির্বাসনে সামরিক প্লেন ব্যবহার করার পাশাপাশি মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 

আরবি/এসজে

Link copied!