ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে হওয়া সব চুক্তির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে বলে আশা ব্যক্ত করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল (শুক্রবার) এক নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য প্রকাশ করেছে।
গত বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “২০১০ সালে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে কিছু বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা অসম।”
স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রণধীর জয়সওয়াল বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে সম্মতির ভিত্তিতে চুক্তি হয়েছে। ভারত আশা করে, বাংলাদেশের পক্ষ থেকে সব দ্বিপক্ষীয় চুক্তির প্রতি সম্মান দেখানো হবে।”
আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ভারত তার অবস্থান পরিষ্কার করেছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, “আমরা আশা করি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে।”
তিনি বলেন, “এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য নিরাপত্তা, বাণিজ্য এবং অবকাঠামো তৈরি করার সুযোগ সৃষ্টি করেছে। তাই আমরা আশা করি, এসব চুক্তিকে সম্মান জানানো হবে।”
আপনার মতামত লিখুন :