ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

আমেরিকায় আবারও প্লেন বিধ্বস্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:১১ এএম

আমেরিকায় আবারও প্লেন বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের রেশ কাটতে না কাটতেই আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে আবারও এক প্লেন বিধ্বস্ত হয়েছে। যদিও এটি ছিল  একটি ছোট প্লেন। তবুও এতে ছয়জন আরোহী ছিলেন।

শুক্রবার স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ফক্স ২৯ এ তথ্য জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি এ দুর্ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি ফিলাডেলফিয়া থেকে মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল এবং এটি রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান এভিনিউ এলাকার কাছাকাছি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্টে জানায়, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

এর আগে, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ ঘটে, যার ফলে ৬৭ জনের মৃত্যু হয়।

আরবি/এফআই

Link copied!