ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:৫৭ পিএম

অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে ভারত

প্রতীকি ছবি

এবার অবৈধভাবে বিদেশ থেকে আসা নাগরিকদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল নামে একটি নতুন প্রস্তাব আনছে ভারত সরকার।

শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) ভারতের সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে মোট ১৬টি বিল পেশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিতর্কিত ওয়াক্ফ বিল। এর মাধ্যমে মসজিদ, মাজারসহ মুসলমানদের বিভিন্ন ওয়াক্ফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত হবে। এর পাশাপাশি ব্যাংক আইন সংশোধন বিলও এই পাস অধিবেশনেই গৃহীত হতে যাচ্ছে।

ভারতে বসবাসকারী অবৈধভাবে আসা মুসলমানদের চিহ্নিত করা ও বৈধভাবে আসতে চাওয়া মানুষজনকে ঠেকাতে এ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য ধর্মীয় মেরূকরণ। ধারণা করা হচ্ছে, এই আইন প্রণয়ন হলে ব্রিটিশ শাসনামলের ফরেনার্স অ্যাক্ট (১৯৪৬), পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট ১৯২০ ও রেগুলেশন অব ফরেনার্স অ্যাক্ট ১৯৩৯ বাতিল করা হবে। নতুন আইনের আওতায় ওই পুরনো আইনগুলোর অন্তর্ভুক্তি ঘটানো হবে বলে শঙ্কা প্রকাশ  করেছে বিরোধীরা।

এই বিলের বিষয়ে সরকার এখন পর্যন্ত জনসমক্ষে কিছুই জানায়নি। বিলটি এখনো কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়নি। বিলের চরিত্র ও উদ্দেশ্য নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানোও হয়নি। যদিও বিভিন্ন সরকারি সূত্রে বিরোধী নেতারা জেনেছেন, প্রধানত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা মানুষজন বিশেষ করে রোহিঙ্গাদের ধরপাকড়ের জন্য প্রচলিত যে আইন রয়েছে, তা আরও জোরদার ও কঠোর করাই এই বিলের উদ্দেশ্য।
 

আরবি/এসবি

Link copied!