ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:১২ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন, যা স্থানীয় সময় রবিবার বিকেলে শুরু হয়। 

নেতানিয়াহু এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করবেন। এ সম্পর্কে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক বিবৃতিতে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর জোটকে আরও শক্তিশালী করবে।

নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে ব্লেয়ার হাউসে অবস্থান করছেন, যা হোয়াইট হাউসের ঐতিহাসিক অতিথি ভবন। তিনি এই জায়গায় ১৪তম বারের মতো অতিথি হিসেবে এসেছেন। ব্লেয়ার হাউসের জেনারেল ম্যানেজার ম্যাথিউ ওয়েন্ডেল জানিয়েছেন, নেতানিয়াহু ছাড়া কোনো বিদেশি নেতা এতবার এখানে আসেননি।

নেতানিয়াহু জানিয়েছেন, বৈঠকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, বিশেষত হামাসের বিরুদ্ধে বিজয়, ইসরায়েলের জিম্মিদের মুক্তি, এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কথা হবে। এছাড়াও, যুদ্ধবিরতি শেষে গাজায় আবার ইসরায়েলি সামরিক বাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে।

এই বৈঠকটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ নির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।