ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্পের শুল্কনীতির কড়া জবাব ট্রুডোর

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:৩২ এএম
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এর পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা, এবং দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা প্রস্তুত রয়েছে ট্রাম্পের শুল্কনীতির প্রতি উপযুক্ত জবাব দেওয়ার জন্য।

শুক্রবার এক বিবৃতিতে ট্রুডো বলেন, “আমরা এটা চাই না, কিন্তু যদি ট্রাম্প এক পা এগোলে আমরা দু-পা এগোব। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, সব বিকল্প টেবিলে রয়েছে।” তিনি আরও সতর্ক করেছেন যে, কানাডার নাগরিকদের সামনে কঠিন সময় আসতে পারে এবং দেশটি বর্তমানে সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে।

ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে কানাডার যে কোনও পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তা ২৫ শতাংশ শুল্কের আওতায় পড়বে। তবে, কানাডা থেকে আমদানি করা তেলও শুল্কের আওতায় আসবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্য ও পরিষেবার ৭৫ শতাংশ সরবরাহ করে, এবং ট্রাম্পের শুল্ক আরোপ করা হলে এর ফলে কানাডার অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়বে।