ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

দুই পুরুষের সঙ্গে পর্ন ভিডিও তৈরির অভিযোগে ভারতে বাংলাদেশি তরুণী আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগে এক বাংলাদেশি তরুণীকে আটক করা হয়েছে। ২২ বছর বয়সী ওই তরুণী হোটেল কক্ষে দুই পুরুষের সঙ্গে অশ্লীল ভিডিও তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই দুই পুরুষকেও আটক করেছে ভারতের আসাম রাজ্য পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, গুয়াহাটি পুলিশ সোমবার শহরের একটি হোটেলে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করার অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির দিসপুর পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃত দুই পুরুষের নাম শফিকুল এবং জাহাঙ্গীর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশি নাগরিক মীন আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে রুম বুক করেছিল এবং সেখানে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

কয়েকটি সূত্রের বরাতে এনডিটিভি জানায়, মীন আক্তার বাংলাদেশে একটি চাকরির অজুহাতে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। তার কাছে বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, এই অভিযোগও রয়েছে।

এছাড়া, পুলিশের তদন্তে সম্ভাব্য বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সঙ্গে তার যোগসূত্রের প্রমাণ পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।