ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:০২ পিএম
প্রতীকি ছবি

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গোল্ডেন ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত । এর ফলে কোনো স্পন্সর বা পৃষ্ঠপোষক ছাড়াই একজন কনটেন্ট ক্রিয়েটর দেশটিতে ১০ বছর পর্যন্ত বসবাস ও কাজ করার সুযোগ পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমিরাত সরকার দেশটিকে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়া খাতের জন্য অন্যতম প্রধান গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যেই বৈশ্বিক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা চালু করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

গোল্ডেন ভিসার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করেছে আমিরাত সরকার। সৃজনশীল কনটেন্ট নির্মাতা: যাদের কনটেন্ট নতুনত্ব ও প্রভাব সৃষ্টির ক্ষমতা রাখে। পুরস্কারপ্রাপ্ত বা স্বীকৃত কনটেন্ট ক্রিয়েটর: যাদের কাজ আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে স্বীকৃত। আমিরাতের ডিজিটাল কমিউনিটিকে উপকৃত করতে সক্ষম: যাদের কনটেন্ট আমিরাতের দর্শকদের জন্য মূল্যবান এমন কনটেন্ট ক্রিয়েটররা আবেদন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?
গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে হবে "ক্রিয়েটরস এইচকিউ" নামের একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে।

প্রথম ধাপ: ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
দ্বিতীয় ধাপ: নিজের ই-মেইল অ্যাড্রেস প্রদান করতে হবে।
তৃতীয় ধাপ: আবেদনের যাচাই-বাছাই হবে ক্রিয়েটরস এইচকিউ টিমের মাধ্যমে।
চূড়ান্ত অনুমোদন: যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে, এরপর শুরু হবে ভিসা প্রসেসের বাকি ধাপ।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আমিরাত সরকার বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের জন্য এক নতুন দুয়ার খুলে দিচ্ছে।