ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

গাজার মালিক হবে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনিদের এলাকা ত্যাগের পরামর্শ ট্রাম্পের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার দখল নিতে এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমেরিকা গাজার মালিক হবে এবং সেখানে ব্যাপক উন্নয়ন কাজ করবে। এর মধ্য দিয়ে তিনি গাজার নিরাপত্তা শূন্যতা পূরণের জন্য মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ট্রাম্প আরও বলেন, গাজায় ফিলিস্তিনিদের কোনো স্থায়ী ভবিষ্যত নেই এবং তাদের এই অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। তিনি বলেন, “আমি মনে করি না যে, গাজায় মানুষকে থাকতে দেওয়া উচিত, এটি তাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। গাজা মানুষের বসবাসের জায়গা নয়।”

তিনি গাজার দখল নেয়ার পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা গাজার মালিক হব, সব অবিস্ফোরিত বোমা এবং অস্ত্র ধ্বংস করব, ধ্বংসপ্রাপ্ত ভবন অপসারণ করব এবং পুরো এলাকা সমতল করব।” এ ছাড়া তিনি গাজার জায়গায় হাজার হাজার কর্মসংস্থান তৈরি করার সম্ভাবনাও উল্লেখ করেন।

এই পরামর্শের বিষয়ে সিএনএন বলছে, ট্রাম্পের এই পরামর্শ একটি উসকানিমূলক অবস্থান, যা তাকে ইসরায়েলের সবচেয়ে রক্ষণশীল রাজনীতিবিদদের কাছে প্রিয় করে তুলবে। তবে ইসরায়েলের প্রতিবেশীদের জন্য এটি একটি অপ্রস্তুত পদক্ষেপ। কারণ এসব দেশ বলেছে, তারা নতুন ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে আগ্রহী নয়।

এদিকে, ট্রাম্পের এই বক্তব্য গাজার পরিস্থিতি ও ফিলিস্তিনিদের ভবিষ্যত নিয়ে নতুন বিতর্ক উত্থাপন করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে, যার ফলে ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়।