ট্রাম্পের গাজা প্রস্তাবের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:১৭ এএম

ট্রাম্পের গাজা প্রস্তাবের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ে প্রস্তাবকে ‍‍`অবাস্তব‍‍` বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের ভূমিতে থাকতে চান, অন্য কোথাও স্থানান্তরিত হতে চান না। এছাড়া, তিনি প্রশ্ন তুলেছেন, ফিলিস্তিনিরা কোথায় যাবেন যদি ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হয়, যা তিনি ‍‍`অবাক করা‍‍` বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের প্রস্তাবে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার এবং ফিলিস্তিনিদের অন্য আরব দেশে স্থানান্তরের কথা বলা হয়েছে। এই প্রস্তাবটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আরব দেশ এর বিরোধিতা করেছে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকারকে সমর্থন করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকতে চান এবং অন্য কোথাও স্থানান্তরিত হতে চান না। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!