আগের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসা জ্ঞানী বা সম্মানজনক নয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তেহরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান। তেহরানের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি তিনি দৃশ্যত সংলাপে বসারও চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট ট্রাম্প বলেন, ইরান একটি মহান এবং সফল দেশ হোক, কিন্তু এমন একটি দেশ যার কাছে পরমাণু অস্ত্র থাকবে না। তিনি বলেন, একটি যাচাইকৃত পারমাণবিক শান্তি চুক্তিকে প্রাধান্য দেবেন তিনি, যা ইরানকে শান্তিপূর্ণভাবে প্রবৃদ্ধি অর্জনে এবং সমৃদ্ধশীল করতে সাহায্য করবে।
আপনার মতামত লিখুন :