ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

শিয়া মুসলিমদের ৫০তম ইমাম হলেন প্রিন্স রহিম আগা খান

লিসবন (পর্তুগাল) সংবাদদাতা
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:২১ পিএম
ফাইল ছবি

প্রিন্স রহিম আল-হুসাইনি আগা খান ৫ম শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম উত্তরাধিকারী ইমাম (আধ্যাত্মিক নেতা) হিসেবে মনোনীত হয়েছেন। তার প্রয়াত পিতা, প্রিন্স করিম আল-হুসাইনি আগা খান ৪র্থ-এর উইল উন্মোচনের পর এই ঘোষণা আসে।

প্রিন্স করিম আগা খান ৪র্থ গতকাল ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে ইন্তেকাল করেছেন।

প্রিন্স রহিম আগা খান ৫ম মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কন্যা হযরত বিবি ফাতিমা এবং ও নবীর চাচাতো ভাই ও জামাতা, ইসলামের চতুর্থ খলিফা এবং প্রথম শিয়া ইমাম হযরত আলি (রাযিয়াল্লাহু আনহু)-এর সরাসরি বংশধর।

শিয়া ইসমাইলি মুসলিমদের মধ্যে উত্তরাধিকারসূত্রে নিযুক্ত ইমামের নেতৃত্বের ঐতিহ্য ১,৪০০ বছরেরও বেশি পুরোনো। বর্তমানে, ইসমাইলি সম্প্রদায় বিশ্বের ৩৫টিরও বেশি দেশে বসবাস করছে এবং তাদের সংখ্যা আনুমানিক দেড় কোটি।