যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৭ দিনে প্রায় ১১ হাজার নথিবিহীন মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এই অভিবাসীদের মধ্যে ২ হাজার ৫০০ জন অন্যান্য দেশের নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছে।
মেক্সিকো সিটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, অধিকাংশ অভিবাসী মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। তিনি আরও জানান, মেক্সিকো সরকার দেশের কারাগারে আটক নথিবিহীন অভিবাসীদের মুক্তি এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
শিনবাম আরও বলেন, "যারা দেশে ফিরতে চায়, তাদের আমরা সাহায্য করব। তবে সরকার পক্ষ থেকে তাদেরকে জোর করে ফিরিয়ে নেওয়ার কোনো চেষ্টা হবে না।"
২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি বিভিন্ন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে ছিল "আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান" বিষয়ক একটি আদেশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৭ লাখেরও বেশি নথিবিহীন অভিবাসী বসবাস করছেন, তাদের মধ্যে অন্তত ১০ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।