ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪১

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১০:৪১ এএম
ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশের ছোট শহর এসকার্সেগার কাছে শনিবার ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রচণ্ড আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটির একটি ট্রেলার এর সাথে সংঘর্ষ ঘটে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, তারা গভীরভাবে দুঃখিত এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করছে। তারা এও জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যে ভ্রমণ করছিল।