বিদ্যুৎ গ্রিডে এক বানরের অনুপ্রবেশের ফলে লোড-শেডিংয়ের কারণে অন্ধকারে নিমজ্জিত হয়েছে শ্রীলঙ্কা ।
রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দেশটির জ্বালানিমন্ত্রী কুমারা জায়াকোডি সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ কলম্বোর এক শহরতলির একটি গ্রিডে এই সমস্যার সূত্রপাত হয়। একটি বানর গ্রিড ট্রান্সফর্মারের সংস্পর্শে এলে পুরো ব্যবস্থাই ভারসাম্যহীন হয়ে পড়ে। কিছু স্থানে বিদ্যুৎ প্রবাহ পুনরায় চালু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা নিশ্চিত নয়।
মন্ত্রী বলেছেন, যতদ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
এএফপির প্রতিবেদনে বানরটির অবস্থা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীলঙ্কা গভীর অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের গ্রীষ্মে কয়েক মাসব্যাপী দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট সহ্য করেছিল। জ্বালানি সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংরক্ষণ করতে বাধ্য হয়।