মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যনীতি পুনর্গঠন করার ক্ষেত্রে নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন। গত রোববার ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
এই নতুন শুল্কারোপের ঘোষণা সম্পর্কে ট্রাম্প বলেন, যেসব দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক বসাব। তিনি আরও বলেন, এটি মূলত বাণিজ্যনীতিতে সমতা আনতে একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ধাতবপণ্য আমদানি করে কানাডা। এরপর এই তালিকায় মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম রয়েছে। কানাডা থেকে ৭৯ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি করা হয়, ফলে এই শুল্কারোপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে কানাডা ও মেক্সিকোর ওপর।
কানাডার উদ্ভাবনবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন এই পদক্ষেপের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ এবং অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা আমাদের শিল্প ও কর্মীদের পাশে থাকব।
এর আগে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, কিন্তু পরে শুল্ক আরোপ স্থগিত করে দেন। এই সিদ্ধান্তের পেছনে ছিল মেক্সিকোর সঙ্গে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং অবৈধ মাদক প্রবাহ বন্ধ করার শর্ত। তবে এখন ট্রাম্প আবার নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রতিবেশী দেশ দুটি বিপাকে ফেলতে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :