দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধের পর বন্ধ ৪০ শতাংশ খামার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১১:৪৪ এএম

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধের পর বন্ধ ৪০ শতাংশ খামার

ছবি: সংগৃহীত

কুকুরের মাংস নিষিদ্ধের পর দক্ষিণ কোরিয়ায় কুকুরের খামার বন্ধ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে কুকুরের মাংসের বাণিজ্য পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় জানায়, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০% কুকুরের মাংস খামার স্বেচ্ছায় বন্ধ হয়ে গেছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ ২০২৪ সালের জানুয়ারিতে কুকুর প্রজনন, জবাই ও বিতরণ সম্পর্কিত একটি বিশেষ আইন পাস করেছে। এরপর থেকে গত আগস্ট থেকে সরকার কুকুরের মাংস ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের জন্য উৎসাহিত করছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ আরও ৯৩৮টি খামার বন্ধ হয়ে যাবে, যার ফলে মোট খামারের প্রায় ৬০% বন্ধ হয়ে যাবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি নাগাদ নতুন আইন কার্যকর হওয়ার আগে পুরোপুরি কুকুরের মাংস বাণিজ্য বন্ধ করতে চায় সরকার।

কুকুরের মাংস ব্যবসায়ীদের স্বেচ্ছায় খামার বন্ধ করতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য নতুন ব্যবসা শুরুর পরামর্শ, সহজ গাইডলাইন এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আরবি/এফআই

Link copied!