আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত নয় জন। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
আল জাজিরা জানায়, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বোমা হামলা হয়েছে। বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এছাড়া বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরও চার জন ব্যক্তিও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।
কুন্দুজ পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর জানিয়েছেন, হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন। হামলাকারী আত্মঘাতী এক্সপ্লোসিভ বহন করছিলেন এবং তিনি বিস্ফোরণের মাধ্যমে নিজেকেও উড়িয়ে দেন।
[33981]
আল জাজিরা জানায়, ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা বাহিনী সরিয়ে নিলে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার সংখ্যা কমে গেছে। তবে এখনো আইএসএ (আইএসআইএস) নিরাপত্তা ঝুঁকি হিসেবে রয়েছে।
২০২১ সালের অক্টোবরে কুন্দুজের একটি শিয়া মসজিদে আইএসআইএলের (খোরাসান) হামলার দায় স্বীকার করে। এ হামলায় অনেক প্রাণহানি ঘটে।
মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।