পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে দুই দিনের সফরে বুধবার (১২ ফেব্রুয়ারি)দেশটিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান-তুরস্ক হাই-লেভেল স্ট্র্যাটেজিক কো-অপারেশন কাউন্সিলের (এইচএলএসসিসি) সপ্তম অধিবেশনে অংশ নিবেন। অধিবেশনে একটি যৌথ ঘোষণা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) স্বাক্ষর হতে পারে।
[9954]
পরে দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন।
এছাড়া, প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এরদোগান পাকিস্তান-তুরস্ক ব্যবসা ও বিনিয়োগ ফোরামেও ভাষণ দেবেন, যেখানে উভয় পক্ষের বিশিষ্ট বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।