ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মোদির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:১৭ এএম
ছবি: ইন্টারনেট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্যারিসে অবস্থান করছেন, এসময় তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। 

এটি ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো নেতার সঙ্গে মোদির প্রথম আলাপ, যেটি ওয়াশিংটনে আসন্ন সফরের আগে অনুষ্ঠিত হয়।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই সাক্ষাতের ছবি শেয়ার করেছে এবং জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এদিকে, মোদির যুক্তরাষ্ট্র সফরও সামনে আসছে। ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এই সফরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে, যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেছেন।