পাকিস্তানে প্রেমের যুদ্ধ: ৩০ দিনের ভিসায় ৪ মাসের গল্প!

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:১০ এএম

পাকিস্তানে প্রেমের যুদ্ধ: ৩০ দিনের ভিসায় ৪ মাসের গল্প!

ছবি: ইন্টারনেট

পাকিস্তানে এসে একটি কিশোরকে বিয়ে করার চেষ্টা করা আমেরিকান নারী অনিজা অ্যান্ড্রু রবিনসনের ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ৩৩ বছর বয়সী এই নারী পাকিস্তানে ১৯ বছর বয়সী নিদাল আহমেদ মেমনের সাথে সম্পর্ক গড়তে চান, তবে তার পরিবার এর বিরুদ্ধে অবস্থান নেয় এবং এই সম্পর্ক প্রত্যাখ্যান করে।

অনিজা পাকিস্তানে ৩০ দিনের ভিসা নিয়ে আসেন, যা শেষ হয়ে যায় গত বছরের নভেম্বরে। কিন্তু তিনি পাকিস্তান ছাড়তে অস্বীকার করেন, যার ফলে এই ঘটনা অনেক দিন ধরে আলোচিত হয়ে ওঠে। এই ঘটনায় সামাজিক মাধ্যম, বিশেষত ইনস্টাগ্রাম এবং টিকটক, ছিল প্রধান প্ল্যাটফর্ম যেখানে এই ঘটনা ভাইরাল হয়ে যায়।

চার মাস পর, পাকিস্তানের সংবাদমাধ্যম জানায় যে, অনিজা অবশেষে পাকিস্তান ছেড়ে দেশে ফিরে গেছেন। স্থানীয় পুলিশ তাকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফ্লাইটের ব্যবস্থা করে। যদিও এই ঘটনা আইনগত ও সাংস্কৃতিক দিক থেকে বিতর্কিত, তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক ও ভিসার শর্তাবলী নিয়ে প্রশ্ন তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!